Site icon Jamuna Television

জাতীয় শোক দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপি কমিশনার

জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডিতে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার দুপুরে ধানমন্ডির ৩২ নাম্বারে নিরাপত্তার প্রস্তুতি দেখতে এসে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, একইসাথে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানগুলোরও নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ ছাড়াও বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরির কথা জানান তিনি৷ ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল ধানমন্ডির সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

Exit mobile version