Site icon Jamuna Television

পদক পাচ্ছেন পাকিস্তানে হামলা চালানো অভিনন্দন

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে পুরস্কৃত হতে চলছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী হওয়া ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান।

অভিনন্দনের সাহসীকতার জন্য তাকে ভারতের সামরিক পদক বীরচক্র প্রদান করতে যাচ্ছে দেশটির সরকার।

একইসাথে পুরস্কৃত হবেন পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানো ২১ জন বিমান বাহিনী সদস্যও।

গত ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে পাকিস্তানের আকাশ সীমায় বিমান নিয়ে প্রবেশ করেন ভারতীয় পাইলট অভিনন্দন তারপর পাক বিমান বাহিনীর সাথে ডগফাইটে হেরে গিয়ে বিমান নিয়ে ভূপাতিত হন পাকিস্তানের ভূখন্ডে।

তারাপর তাকে শান্তির বার্তা হিসেবে ফেরত দেয় পাকিস্তান। যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্যে ভারতীয় সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পুরস্কার বীরচক্র। পরমবীর চক্র, মহাবীর চক্রের পরেই এই পদকের স্থান।

Exit mobile version