Site icon Jamuna Television

এডিস মশার লার্ভা মেলায় ১ লাখ টাকা জরিমানা, ৭ দিনের কারাদণ্ড

রাজধানীর গুলশানে একটি পরিত্যক্ত বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পাশাপাশি, বাড়ির তত্ত্বাবধায়ককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার যমুনা নিউজকে জানান, গুলশান-২ এর ৪৪ নম্বর রোডের একটি পরিত্যক্ত একতলা বাড়িতে অভিযান চালিয়ে ছাদে এডিস মশার লার্ভার উপযুক্ত পরিবেশ পাওয়া গেছে। সেখানে, ফুলের টবে পানি জমে ছিল, পরিত্যক্ত হেলমেট, বেসিন, কমোডে পানি জমে ছিল। তাৎক্ষণিকভাবে আমরা ১ লাখ টাকা জরিমানা করি তাদের। এবং একজন তত্ত্বাবধায়ককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জায়গায় এডিস মশার লার্ভা দমনে অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে।

Exit mobile version