Site icon Jamuna Television

এবার প্রসেনজিৎ-জয়া জুটি!

দু’বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার শোনা যাচ্ছে, পশ্চিবঙ্গের জনপ্রিয়া নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করবেন তিনি। ছবির পরিচালক অতনু ঘোষ। সবকিছু ঠিক চললে সেপ্টেম্বরেই শুরু হতে পারে ছবির শুটিং। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এর আগে, দু-তিনটি চিত্রনাট্য নিয়ে প্রসেনজিতের সঙ্গে অতনু ঘোষের কথা হলেও, এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনও গল্প। আগেও জয়া ও প্রসেনজিতের সঙ্গে কাজ করেছেন অতনু ঘোষ। কিন্তু জয়া ও প্রসেনজিত দু’জনে একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি।

অতনু ঘোষের ‘ময়ূরাক্ষী’ ছবিতে প্রসেনজিত অভিনয় করেন যেটি ৬৫-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাঙালি ফিচার ছবির সম্মান পেয়েছিল। এতে বুম্বাদা’র বাবার ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

অবশ্য, প্রসেনজিতের সাথে জয়া আহসানকেই কাস্ট করাচ্ছেন কিনা সে বিষয়ে কিছু বলেননি পরিচালক। তবে, এ নিয়ে টালিউডে জল্পনা-কল্পনা চলছে।

Exit mobile version