Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে দুর্বৃত্তদের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় মর্ডান এক্স-রে ও প্যাথলজি ক্লিনিকে হামলা চালিছে দুর্বৃত্তরা। লুটপাটসহ বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে সীমানা প্রাচীর।

মঙ্গলবার রাত দেড়টা থেকে চলা এই তাণ্ডব চলে সকাল ১২টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী হারুন উর রশিদ এই ভাড়া বাসায় ক্লিনিক পরিচালনা করতেন। কিছুদিন যাবৎ স্থানীয় জেলা আওয়ামী লীগের কর্মীরাসহ একদল প্রভাবশালী ক্লিনিকের পাশে মা ও শিশু হাসপাতাল নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। সেই হাসপাতালে যাতায়াতে রাস্তার তৈরির জন্য ক্লিনিকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

তবে মেয়র বলছেন, বুলডোজার নষ্ট হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে।

Exit mobile version