Site icon Jamuna Television

অবশেষে নিজের বিয়ের খবর জানালেন কনা

অবশেষে নিজের বিয়ের খবর ভক্তদের জানালেন জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে বিয়ের শুভ কাজটা সেরেছেন প্রায় চার মাস আগেই। তবে এটিকে প্রকাশ করেননি এতদিন। এরআগে সাত বছর ধরে প্রেম তারপর সেই প্রেমিককেই বিয়ে করলেন অবশেষে।

কনার বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে ইফতেখারকে গহীন নামেই ডাকে সবাই।

বিয়ের সময় কাবিন হলেও কোন আনুষ্ঠানিকতা হয়নি। গত ২১ এপ্রিল বিয়ে হলেও এতদিন বিষয়টি গোপন রাখা নিয়ে কনার ভাষ্য, দুই পরিবারের সিদ্ধান্তে এমনটি হয়েছে। বিয়ের বিষয়টি ফলাও করে প্রচার হোক, দুই পরিবারের কেউই তা চাননি। তবে ভক্তদের একটা জানার আগ্রহ থাকে তারকার জীবন নিয়ে। সে বিষয়টি ভেবে বিয়ের বিষয়টি প্রকাশ্যে এনেছি।

কনা জানান, ‘একেবারে ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্যদের নিয়ে গত ২১ এপ্রিল বিয়ে হয়। আর ৬ দিন পর তাদের বিয়ের চার মাস পূর্ণ হবে। ঢাকায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করা হয়। পরে বিবাহোত্তর সংবর্ধনায় সবাইকে দাওয়াত কবব। ’

কনার স্বামী গহীন ঢাকায় বড় হয়েছেন। বিয়েটা পারিবারিকভাবে হলেও কনা-গহীনের সম্পর্ক দীর্ঘদিনের। দীর্ঘ সাত বছর ধরে তারা চুটিয়ে প্রেম করছেন। দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হলেও ইতিপূর্বে দুজনের কেউই তা স্বীকার করেননি। তবে কনা মজা করে বলতেন, প্রেম যার সঙ্গে করব বিয়ে তাকেই করব।

সবার কাছে বিবাহ পরবর্তী জীবনে সুখী হওয়ার জন্য দোয়া চেয়েছে এই গায়িকা।

Exit mobile version