Site icon Jamuna Television

এবারের ঈদেও ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ !

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার দুপুরে দু‌‌’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। উপজেলার নোয়াগাওঁ গ্রামের উত্তরহাটি ও দক্ষিণ হাটি লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে ক’দিন আগে দুই এলাকার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ৩০ জন আহত হয়।

আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরকে হ্যান্ড মাইক হাতে নিয়ে কর্দমাক্ত মাঠে নেমে সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করতে দেখা গেছে।

সরাইল থানা পুলিশ ও জেলা থেকে আগত অতিরিক্ত দাঙ্গা পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এক পর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

Exit mobile version