Site icon Jamuna Television

চট্টগ্রামে মদপানে ৩ যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে মদপানে তিন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও এক যুবককে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদপানে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদের মধ্যে বিশ্বজিৎ মল্লিক (২৬) ও শাওন মজুমদার জুয়েলকে (৩২) মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আর মিলটন গোমেজ (৩০) ও উজ্জ্বল বণিককে (২০) তাদের স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

বেসরকারি হাসপাতালে মিলটন গোমেজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান।

আর অসুস্থ অবস্থায় উজ্জ্বল বণিক নামে একজনকে নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: ‍যুগান্তর

Exit mobile version