Site icon Jamuna Television

ঈদ শেষে রাজধানীমুখী মানুষ

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন লোকজন।

ভোর বেলাতেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দেশের দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের সমাগম। তবে ঢাকামুখী মানুষের স্রোত এখনও ততটা বেশি নয়।

লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্র ও শনিবারের সরকারি ছুটির কারণে ফিরতি লোকজনের চাপ কম। একেবারেই যারা বাধ্য হচ্ছেন এখন কেবল তারাই ঢাকায় ফিরছেন। কাল-পরশু ঢাকায় ফেরা মানুষের সংখ্যা আরও বাড়বে।

অন্যদিকে, আজও কেউ কেউ ঢাকা থেকে বাড়ির পথ ধরেছেন। জানিয়েছেন, ঈদের আগের ভিড়-ভোগান্তি এবং টিকিট পাওয়ার ঝামেলা এড়াতেই এখন পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন তারা।

বাড়ি ফেরা যাত্রীদের অনেকেই জানিয়েছেন, ঈদের সময়কার যানজটের ভোগান্তি এড়াতে এখন বাড়ি যাচ্ছেন। সময়মতো ট্রেন আসতে না পারায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী ট্রেনগুলো একটু দেরিতে ছেড়ে যাচ্ছে।

Exit mobile version