Site icon Jamuna Television

সীমান্তে হামলা নিয়ে ভারতকে সতর্ক করলো পাকিস্তান

কাশ্মির নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার সীমান্তে ভারতীয় সেনাদের গুলি ছোড়ার ঘটনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে ডেকে কঠোর সতর্কবার্তা দিলো পাকিস্তান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাদের ছোড়া গুলিতে ৩ পাকিস্তানি সেনা নিহত হবার প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এজন্য পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রদান করা এক বিবৃতিতে সীমান্তে ভারতীয় বাহিনীকে নিজেদের অবস্থানে থাকতে আহ্বান জানানো হয় এবং কোন ধরণের উস্কানিমূলক আচরণ প্রত্যাহার করতেও বলা হয়।

পাকিস্তান জানায়, সীমান্তে ভারতীয় বাহিনীর বাড়াবাড়ির কারণে কোন উত্তেজনা সৃষ্টি হলে পাকিস্তান এর কড়া জবাব দেবে।

উল্লেখ্য, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও আন্তঃসীমান্ত পরিবহন বাতিল করেছে পাকিস্তান। তাছাড়া ভারতীয় রাষ্ট্রদূতকেও বহিষ্কার করেছে ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে ফেরত পাঠানোয় দেশটিতে ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে ভারত।

Exit mobile version