Site icon Jamuna Television

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার সকালে ময়মনসিংগের গৌরিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মো.রফিকুজ্জামান(৪৫), স্ত্রী শাহিনা আক্তার (৪০), তাদের ছেলে নাদিম হোসেন (২৫), মেয়ে রনক জাহান (১৩)। সবাই নেত্রকোনার দূর্গাপুর উপজেলার বাসিন্দা।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে গৌরিপুরে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকারকে অভারটেক করতে গিয়ে এমকে সুপারের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী এক নারীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা সবাই একই পরিবারের সদস্য।

Exit mobile version