Site icon Jamuna Television

কাশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বললেন আদনান সামি

এবার ভারত অধিকৃত কাশ্মিরকে ভারতের অংশ বলে দাবি করলেন ভারতের নাগরিকত্ব গ্রহণকারী পাকিস্তানি গায়ক আদনান সামি।

বৃহস্পতিবার রাতে সাইয়েদ জাহিদ মেহফুজ নামে এক ব্যক্তির টুইট রিটুইট করে তিনি লিখেন, ‘অবশ্যই কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য একটি অংশ। আর যেটা তোমার নয় সেখানে নাক গলিওনা।’

সাইয়েদ জাহিদ মেহফুজ তার টুইটে লিখেন, ‘যদি তোমার সাহস থাকে তবে কাশ্মির ইস্যু নিয়ে কিছু বলে দেখাও তখন দেখবে তোমার ভারত তোমার কি অবস্থা করে।’

তার এই টুইটের প্রেক্ষিতেই তিন এসব কথা বলেন।

মেহফুজের টু্ইটের উত্তরে রিটুইট করার পর তার টুইটে সমালোচনা করছেন পাকিস্তানি টুইটার ব্যবহারকারীরা। অন্যদিকে তার সাহসীকতার জন্য প্রশংসা করছেন ভারতীয়রা।

সামির এই টুইটে মন্তব্য করেছেন তিন হাজারের অধিক ব্যবহারকারী, তার টুইটটি রিটুইট হয়েছে সাড়ে ৭ হাজারের অধিকবার আর সেটি পছন্দ করেছেন প্রায় ৩৩ হাজার ব্যবহারকারী।

Exit mobile version