Site icon Jamuna Television

ধর্ষণের অভিযোগে খুলনা কর কমিশনারের ছেলে আটক

খুলনা ব্যুরো:

নর্দান বিশ্ববিদ্যালয় খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সঞ্জয় রায়কে ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ।

আটক সঞ্জয় খুলনাঞ্চলের কর কমিশনার প্রশান্ত রায়ের ছেলে।

সঞ্জয়ের এক সহপাঠীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সঞ্জয়ের সাথে তার এক সহপাঠীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো, পরে গোপনে বিয়ে করে তারা। অন্তঃসত্তাও মেয়েটি। তবে, তাকে না জানিয়ে ১৪ আগস্ট আবারও বিয়ে করে সঞ্জয়। ঘটনাটি জানতে পেরে ছাত্রী ও তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে ঘটনাটি নগরীর সোনাডাঙ্গা মডেল থানাকে অবহিত করলে রাতেই পুলিশ তাকে আটক করে।

সকালে ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়।

এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Exit mobile version