Site icon Jamuna Television

কুড়িগ্রামে ডোবা থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম পৌরসভার কামারপাড়া এলাকায় নিজ বাড়ীর পাশের একটি ডোবা থেকে সুলতান আলী (৫০) নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১১টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বুধবার বিকেল ৫টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুলতান আলী। অনেক খোঁজাখুঁজির পরও তার পরিবারের লোকজন তার কোন সন্ধান পাননি। এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে পরিবারের লোকজন সুলতানের বলে সনাক্ত করে।

এব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল রায় জানান, আমরা সুলতান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।

Exit mobile version