Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর আদর্শে দেশ চলছে বলেই এত দ্রুত উন্নতি হচ্ছে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালিত হচ্ছে বলেই যুদ্ধবিধ্বস্ত একটি দেশের এত দ্রুত উন্নতি হচ্ছে। পরাজিত শক্তির দোসররা ক্ষমতায় থাকলে দেশ এগুতে পারতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের স্মরণসভায় তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট কোন পরিবার নয়, ১৫ আগস্ট হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বঙ্গবন্ধু হত্যাকারীদের জিয়াউর রহমানের সমর্থন ছিলো। হত্যাকারীদের বক্তব্যেই তার প্রমাণ পাওয়া যায়।

প্রধানমন্ত্রী বলেন, যারা দেশবিরোধী ছিল তাদের সাথে তৎকালীন বিভিন্ন রাজনৈতিক নেতা না বুঝেই সঙ্গ দিয়েছিলেন।

Exit mobile version