Site icon Jamuna Television

কাতারে নতুন সামরিক ঘাঁটি করছে তুরস্ক

কাতারে নতুন আরো একটি সামরিক ঘাঁটি উদ্বোধন করতে যাচ্ছে তুরস্ক। চলতি শরৎতেই এটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম মাধ্যম হুররিয়েত ডেইলি।

কাতারের রাজধানী দোহার দক্ষিণে কাতার-তুর্কি যৌথ কমান্ড সেন্টার হিসেবে পরিচিত তারিক ইবনে জিয়াদ সামরিক ঘাঁটির কাছেই তুরস্ক একটি নতুন ঘাঁটি নির্মাণ করছে। ইতোমধ্যে এটির নির্মাণ কাজ প্রায় শেষ।

দোহার ওপর সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর অবরোধের মাঝেই যখন দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে তখন এ খবর এলো।

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, ‘কাতারে সামরিক ঘাঁটির পরিধি বাড়ানো হচ্ছে। তারিক ইবনে জিয়াদের পাশেই নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। কাতারে তুর্কি সেনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলেও হুরিয়াত জানিয়েছে।’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের উপস্থিতিতে কিছুদিনের মধ্যে নুতন সামরিক ঘাঁটির উদ্বোধন করবেন।

Exit mobile version