Site icon Jamuna Television

বরগুনা পৌর মেয়রের ছেলে রাজধানীতে ইয়াবাসহ আটক

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নাফির আল মামুন (৩৫) নামের একজনকে একশ’ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটককৃত নাফির আল মামুনের বাবা শাহাদত হোসেন বরগুনা পৌরসভার মেয়র।

শুক্রবার দুপুরে তাকে আটক করার সময় তার আরও তিন সহযোগীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে গুলিস্তান এলাকা থেকে চার যুবককে ১০০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসেন এসআই জাহাঙ্গীর হোসেন। আটককৃতদের মধ্যে একজনের বাবা বরগুনা পৌরসভার মেয়র।

তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি বলে জানায় পুলিশ।

Exit mobile version