Site icon Jamuna Television

রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকার রেলস্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চঘাটে রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়।

শনিবার থেকে অনেকেই অফিস করবেন। তাই ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের যাত্রীদের উপচে পড়া ভীড়।

ঈদযাত্রায় ভোগান্তির পরও প্রিয় জনের সাথে ঈদ আনন্দ কাটাতে ভাল খুশি রাজধানীতে ফেরা যাত্রীরা।

এদিকে রাজধানীর গাবতলীসহ সব বাস টার্মিনালে ও সকাল থেকেই ঢাকার রাস্তায় গণপরিবহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

যাত্রীরা জানান বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ছিল কিছুটা ধিরগতিতে। আর ঈদের ফিরতি যাত্রায় ট্রেনেও সিডিউল বিপর্যয়ের খবর পাওয়া গেছে।

Exit mobile version