Site icon Jamuna Television

কাশ্মির ইস্যুতে ভারতের সিদ্ধান্ত একতরফা: চীন

কাশ্মির ইস্যুতে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করেছে চীন। দেশটির দাবি, নয়াদিল্লির পদক্ষেপের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে কাশ্মির পরিস্থিতি।

শুক্রবার নিরাপত্তা পরিষদে রূদ্ধদ্বার বৈঠক শেষে এ অবস্থানের কথা জানান, চীনের দূত ঝ্যাং জুন।

তিনি বলেন, জম্মু-কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিরাপত্তা পরিষদ।

অবশ্য, বৈঠক থেকে এ বিষয়ে, সর্বসম্মত কোনো বিবৃতি আসেনি।

বৈঠকে ভারত জানিয়েছে, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল পুরোপুরি তাদের অভ্যন্তরীণ বিষয়। উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে ধাপে ধাপে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।

পাকিস্তান বলছে, নিরাপত্তা পরিষদের বৈঠকই প্রমাণ করে কাশ্মির আন্তর্জাতিক ইস্যু।

এদিকে, ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে শুক্রবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে শ্রীনগরে। নিষেধাজ্ঞার মধ্যেই রাস্তায় নামেন হাজারও নারী-পুরুষ।

Exit mobile version