Site icon Jamuna Television

কলমানি মার্কেট থেকে ধার নেওয়ার সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানে চলমান সংকট কাটাতে আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কলমানি থেকে ধার নেওয়ার সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ১ সেপ্টেম্বর থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠান কলমানি থেকে তার মূলধনের ৪০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবে। এখন সর্বোচ্চ ৩০ শতাংশ ঋণ নেওয়ার সুযোগ আছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মূলধন ভিত্তিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে একটি প্রতিষ্ঠান কলমানি থেকে মূলধনের ৪০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবে।

বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে তারল্য সংকট রয়েছে। সমস্যাগ্রস্ত পিপলস লিজিং অবসায়নের উদ্যোগের পর এ সংকট আরও বেড়েছে। আমানতকারীররা টাকা তুলে নিতে চাইছে। এতে করে চাপে পড়েছে এসব প্রতিষ্ঠান।

এই পরিস্থিতি উত্তরণে তুলনামূলক ভালো আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে এসে বিভিন্ন দাবি জানায়। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে।

Exit mobile version