Site icon Jamuna Television

পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত ২

পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি দলের সদস্য।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মধ্যরাতে উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিকের বাড়িতে ডাকাতি করতে যায় ৪ চরমপন্থি সদস্য। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এলে ক্যানেলের পানিতে ঝাঁপ দেয় তারা। সেখান থেকে দুই জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। রাত তিনটার দিকে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনের মামলা আছে।

Exit mobile version