Site icon Jamuna Television

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এবার ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন সুমন বাশার রাজু নামের এক কলেজ শিক্ষার্থী।

শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাজুর বাড়ি মাগুড়া জেলার সদর উপজেলার চাঁদপুর গ্রামে। মাগুড়ার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির মানবিক শাখার ছাত্র ছিলেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সুমন ঈদের দিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের স্বজনদের দাবি আরও বেশি।

Exit mobile version