Site icon Jamuna Television

দৌলতদিয়া ফেরী ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, আটক ১

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর দৌলতদিয়া ১ নং ফেরী ঘাটে ফেরী পারাপারের টিকিট প্রতি ৫ টাকা বেশী আদায় করা হচ্ছে।এতে চরম ভোগান্তিতে পরেছেন সাধারন যাত্রীরা।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুলতান মোল্লা (২২) নামের এক যুবক কে আটক করে।সে দৌলতদিয়া ছাত্তার মেম্বারের পাড়া এলাকার মাহিন মোল্লার ছেলে।

একাধিক যাত্রীরা অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন।এ সময় তারা বলেন ২৫ টাকার টিকিট ৩০ টাকা করে নেওয়া হচ্ছে।

রাজবাড়ী থেকে ঢাকার বনানীগামী যাত্রী নজরুল অভিযোগ করে বলেন,দৌলতদিয়া ১ নং ফেরী ঘাটে এসে ফেরীতে উঠার আগেই টিকিট কিনতে হয়েছে।২৫ টাকার টিকিট ৩০ টাকা নিয়েছে।
কুষ্টিয়া থেকে ঢাকা নবিনগরের যাত্রী সোহাগ বলেন,ঈদের কথা বলে বেশী টাকা আদায় করছে।

ঝিনাইদহ থেকে ঢাকার যাত্রাবাড়ীগামী যাত্রী শিল্পী আক্তার অভিযোগ করেন,হাজার হাজার মানুষ ফেরী পার হচ্ছে।৫ টাকা করে বেশী আদায় করে তো লক্ষ লক্ষ টাকা বেশী নিচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান,অতিরিক্ত মূল্যে ফেরীপারের টিকিট বিক্রির দায়ে একজনকে আটক করা হয়েছে।ঘাট এলাকায় যাত্রী নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

Exit mobile version