Site icon Jamuna Television

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তীব্র গতিতে ছড়াচ্ছে ভয়াবহ দাবানল। আগুনের কারণে দু’দিনেই পুড়ে গেছে ৬৫ হাজার একর এলাকার ঘরবাড়ি ও গাছপালা।

দাবানলের কারণে হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেনচুরা এবং সান্তা পাওলার কয়েক হাজার ঘরবাড়ি। ভেনচুরা থেকে এরইমধ্যে ৫০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে আড়াই লাখের বেশি বাসিন্দা। আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর প্রায় এক হাজার সদস্য। তবে শুষ্ক আবহাওয়া এবং বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মঙ্গলবার আকস্মিকভাবে দেখা দেয় এ দাবানল।

Exit mobile version