Site icon Jamuna Television

ছুটি চান না ডোমিঙ্গো, সময় দিতে চান টাইগারদের

দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোকেই অবশেষে বাংলাদেশ দলের নতুন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। আজ শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে এ খবর জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্রিফিংয়ে পাপন বলেন, ‘গতকালই ডমিঙ্গোকে কোচ হিসেবে নিশ্চিত করেছি। আজ আপনাদের জানালাম। আমরা দুটো অপশন থেকে তাকে বেছে নিয়েছি। তিনি আগামী ২১ তারিখে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

আগামী দুই বছরের জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি।

পাপন বলেন, ‘সামনের বিশ্বকাপে আমাদের বেশ কিছু ছেলে আছে যারা নতুন করে দলে ঢুকতে পারে। কিছু জায়গায় আমাদের রিপ্লেসমেন্ট লাগতে পারে। সেদিক থেকে চিন্তা করলে এখন থেকেই ছেলেগুলোকে একটা পরিকল্পিত পদ্ধতিতে তুলে নিয়ে আসতে হবে। রাসেল এই একই ধরনের কাজ করে এসেছে। সেও এটাই চাচ্ছিল যে, জাতীয় দল-হাইপারফরমেন্স টিম-‘এ’ টিম সহ সবগুলো টিম নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চায়। এই একইভাবে সে সাউথ আফ্রিকায় কাজ করেছে। আমাদের মনে হয়েছে এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। সে এ বিষয়ে চার বছরের একটা পরিকল্পনার প্রেজেন্টেশন দিয়েছে। সব মিলিয়ে আমরা তাকেই পছন্দ করেছি।’

বোর্ড সভাপতি বলে আরও, ‘ডোমিঙ্গো ছুটিটুটি চায় না। সে বলেছে আমার কোনো ছুটি দরকার নেই। আমি প্লেয়ারদের সাথেই সময় কাটাতে চাই।’

ঈদের আগে গত ৭ আগস্ট বাংলাদেশে সাক্ষাৎকার দিয়ে যান রাসেল ডোমিঙ্গো। তার কর্মপরিকল্পনা দেখে সেদিনই নিজেদের সন্তুষ্টির কথা জানায় বিসিবি। অবশ্য কোচ নিয়োগের ক্ষেত্রে ডোমিঙ্গো ছাড়া তালিকায় আরও কিছু নাম ছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ হতে সাক্ষাৎকার দেয়া সাবেক নিউজিল্যান্ড কোচ মাইক হেসনও ছিলেন। এছাড়া আরও কয়েকজনের সাক্ষাৎকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়েছিল বিসিবি। তাদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরও চারজন। এরা হলেন- সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার গ্র্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস ও শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। যদিও ডোমিঙ্গো ও হেসনেই আগ্রহ বেশি ছিল বিসিবির।

Exit mobile version