Site icon Jamuna Television

১২ দিন পর কাশ্মিরে ইন্টারনেট-টেলিফোন সেবা আংশিক চালু

একটু একটু করে স্বাভাবিক হচ্ছে উপত্যকা। জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের পর কার্যত বন্দিদশায় দিন কাটাচ্ছিলেন উপত্যকার সাধরণ মানুষ। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল প্রস্তাবের পর থেকে জম্মু ও কাশ্মিরে যোগাযোগের মাধ্যম হিসাবে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এইভাবে ১২দিন উপত্যকার মানুষের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল গোটা দেশের।

তবে চিফ সেক্রেটারি বিভিআর সুব্রমহ্মন্যম শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে জানান, শনিবার থেকে উপত্যকায় ল্যান্ডলাইন ফোন পরিষেবা পুনরায় চালু করা হবে। তিনি আরও বলেন যে, শ্রীনগরের বিশাল এলাকা জুড়ে এই যোগাযোগ মাধ্যম চালু করা হবে। সেইসঙ্গে তিনি জানান, শুক্রবার থেকেই উপত্যকার একাধিক এলাকার সরকারি দফতরে স্বাভাবিক কাজকর্ম বজায় ছিল।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, আংশিকভাবে ৩৫ থানা এলাকায় ইন্টারনেট সেবা চালু হয়েছে। কিছু এলাকায় টেলিফোন সেবাও চালু হয়েছে। বাকি এলাকায় কবে শুরু হবে এসব সেবা সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার।

Exit mobile version