Site icon Jamuna Television

গোপালগঞ্জে ডেঙ্গু চিকিৎসা দিতে হিমশিম

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্তদের বেডে সিট দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিট দিতে না পারায় ডেঙ্গু রোগীদেরকে হাসপাতালের ফ্লোর ও সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। সাধারণ রোগীদের ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রোগী ও তাদের স্বজনরা ডেঙ্গু রোগীদের আলাদা স্থানে চিকিৎসার দাবি জানিয়েছেন।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত ১৫০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগী ২৮ জন। হাসপাতালে পৃথক দুইটি ডেঙ্গু সেলে ১৬ টি সিট রয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ তরুন মন্ডল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২২২ জন। এর মধ্যে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Exit mobile version