Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে সর্বাত্মক হরতাল : যান চলাচল বন্ধ

আওয়ামী লীগ নেতা হত্যা ও আরেক নেতার উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল পালন করছে দলটি।

সকাল-সন্ধ্যা হরতালের কারণে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবলছড়ি, বনরুপা এবং রিজার্ভ বাজার এলাকার বেশিরভাগ দোকানপাট খোলেনি। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম। দূরপাল্লার বাস আর লঞ্চ চলাচলও বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের। মঙ্গলবার রাঙ্গামাটির জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরুবিন্দু চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মার্মাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এসব ঘটনার জন্য আঞ্চলিক দল জেএসএস’কে দায়ী করেছে আওয়ামী লীগ।

Exit mobile version