Site icon Jamuna Television

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাড়ি-ঘর ও কৃষি জমি নদী গর্ভে চলে যাওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার কয়েকটি ইউনিয়নবাসী।

আজ শনিবার সকালে কালিহাতী উপজেলার দুর্গাপুর, গোহালিয়া এবং দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী এলাকায় পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কালিহাতীর দুই ইউনিয়নবাসী একত্র হয়ে প্রতিবাদ সমাবেশ করে।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, হযরত তালুকদার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তার বিরুদ্ধে কথা বলায় এলাকার অনেক ব্যক্তিদের নামে চাদাবাজি মামলা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এলাকাবাসী।

Exit mobile version