Site icon Jamuna Television

পটুয়াখালীতে ঘাট ইজারাদারের নেতৃত্বে লঞ্চে হামলা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী লঞ্চ ঘাট ইজারাদার ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমানের নেতৃত্বে এম ভি কুয়াকাটা লঞ্চে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পটুয়াখালী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম ফারুক রয়েছেন।

আজ শনিবার বিকেল ৪ টায় এ হামলার ঘটনা ঘটে।

এম ভি কুয়াকাটা লঞ্চের কেবিন সুপারভাইজার ও পৌর কাউন্সিলর এস এম ফারুক জানান, গাজী হাফিজুর রহমান প্রতি লঞ্চ থেকে পাঁচটি ডাবল এবং সিঙ্গেল কেবিন অবৈধভাবে দাবি করেন। কেবিন দিতে অস্বীকৃতি জানালে তার ওপরে গাজীর লোকজন হামলা চালায়। এতে তিনিসহ লঞ্চের নিয়োজিত ১০ কর্মী আহত হয়।

এদিকে এ হামলার পর থেকে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Exit mobile version