Site icon Jamuna Television

স্কুলছাত্রীর অশ্লীল দৃশ্য ধারণ করায় যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহাদৎ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অশ্লীল ভিডিও তৈরির কাজে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

শনিবার (১৭ আগষ্ট) দুপুরে অভিযুক্ত যুবক শাহাদৎ হোসেনকে আদালতে পাঠায় পুলিশ।

এরআগে শুক্রবার (১৬ আগষ্ট) মেয়ের বাবা বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করলে রাতে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল বগুড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত শাহাদৎ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শাহাদৎ মেয়েটির সাথে দির্ঘদিন ধরে মোবাইলে কথাবার্তা বলে প্রেমের সম্পর্ক তৈরি করে বিভিন্ন সময় অশ্লীল দৃশ্য ধারন করে। এক পর্যায়ে কিছুদিন পর মেয়েটির পরিবারের কাছে দশ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় বিভিন্ন অশ্লীল দৃশ্য ফেসবুকসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরে মেয়ের বাবার অভিযুক্ত শাহাদৎ হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।

Exit mobile version