Site icon Jamuna Television

ঝিনাইদহে জ্বরে যুবকের মৃত্যু

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ

ঝিনাইদহে অতিরিক্ত জ্বরে যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের কান্তা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম সুবহান মিয়ার ছেলে মিজানুর রহমান (২০)।

পারিবারিক সূত্রে জানা যায়, সে পেশায় ট্রাকের হেল্পার। গতমাসে ঢাকা থেকে ফেরার পর থেকেই তার শরীরে প্রচন্ড জ্বর আসে। বিভিন্ন স্থানীয় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েও জ্বর কমেনি। গতকাল থেকে বমি শুর হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে আজ ভোরে সে মারা যায়।

এদিকে ঝিনাইদহ সদর হাসপাতালের আর এম ও ডা. অপূর্ব জানান, তিনি ১০/১২ দিন আগে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়েনি। পরে সে বাড়ি চলে যায়।

Exit mobile version