Site icon Jamuna Television

ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষকের সহযোগী গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে এক তরুণীকে বাসা ধেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সাগর সরদার নামে ধর্ষকের সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নলছিটি উপজেলার কাপড়কাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও তরুণীর পরিবার জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাগর সরদার ও রিয়াজ হাওলাদার নামে দুই যুবক বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই তরুণীকে ডেকে আনে। এরপর মেয়েটিকে ধরে নিয়ে অটোরিকশায় উঠিয়ে পার্শ্ববর্তী কাপড়কাঠী গ্রামের জঙ্গলে নিয়ে যায়। সেখানে সাগরের সহযোগিতায় রিয়াজ ওই তরুণীকে ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক রিয়াজ পালিয়ে যায়। স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে এবং ধর্ষকের সহযোগী সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগীর বিরুদ্ধে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানায় পুলিশ।

Exit mobile version