Site icon Jamuna Television

লাভ জিহাদের অভিযোগে পুড়িয়ে মারা হলো যুবককে

লাভ জিহাদের নামে ভারতে পুড়িয়ে মারা হলো এক যুবককে। শুধু তাই নয়, অমানবিক এই  ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দুর্বৃত্তরা নিজে। ঘটনা ঘটেছে রাজস্থানের রাসমন্ড শহরে।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় জানা যায়নি। তবে কেউ কেউ বলছে নিহতের নাম মোহাম্মদ ভট্ট শেখ বলে উল্লেখ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সৌম্যনাথ নামে ব্যক্তি মোহাম্মদ ভট্ট শেখ নামে ব্যক্তিকে পেছন থেকে প্রথমে আঘাত করে আহত করেন। এরপর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

শুধু তাই নয়, ভিডিওটিতে সৌম্যনাথ হুমকি দেয় যারা ‘লাভ জিহাদ’ করছে সবারই এমন পরিণতি হবে।

ভারতের ভিন্ন ধর্মীয় সম্প্রদায় ছেলে মেয়ের মধ্যে প্রেম ও বিয়েকে কট্টরপন্থি হিন্দুরা ‘লাভ জিহাদ’ নামে অভিহিত করেছে৷ শুরুতে এর নাম দেয়া হয় ‘রোমিও জিহাদ’৷ কট্টর হিন্দুত্ববাদীদের মতে, এটি ধর্মান্তর ছাড়া আর কিছুই না৷ এমন অভিযোগে হিন্দু-মুসলিম দম্পতির বাড়িতে গিয়ে চড়াও হচ্ছে বিজেপি ও সমমনা কট্টরপন্থি দলগুলো।

যমুনা অনলাইন-এফআর।

Exit mobile version