Site icon Jamuna Television

ভারতজুড়ে বন্যা ও ভূমিধসে নিহত এক হাজারেরও বেশি মানুষ

ভারতজুড়ে চলতি মৌসুমে বৃষ্টি, বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় এ পর্যন্ত আট রাজ্যে সরকারি খরচের পরিমাণ সাত হাজার কোটি রুপি। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৌসুমি বৃষ্টিতে সবচেয়ে বেশি প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে এ বছর বন্যায় প্রাণ হারিয়েছেন ২৪৫ জন। উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে খরচ করেছে তিন হাজার ১৫০ কোটি রুপি।

এছাড়া কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, আসাম এবং কর্নাটে মৃত্যু হয়েছে সাড়ে ৭শ’ মানুষের। প্রাণহানি হয়েছে উত্তর প্রদেশ, উত্তরাখান্ড, মধ্য প্রদেশ, ওড়িষাতেও। নয় রাজ্যে আট হাজার আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে ১৮ লাখ মানুষের।

গেল বছর দেশটিতে বৃষ্টি-বন্যায় মোট ১২শ’ প্রাণহানি হয়; যা এ বছর আরও বাড়বে বলে শঙ্কা কর্তৃপক্ষের।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল পর্যন্ত ২০ বছরে ভারতে বন্যায় মোট আর্থিক ক্ষতি হয়েছে আট হাজার কোটি ডলারের।

Exit mobile version