Site icon Jamuna Television

৭২ বছর পর ভারতীয় নাগরিকত্ব পেলেন জম্মু-কাশ্মিরের হিন্দু শরণার্থীরা

ভারত-পাকিস্তান ভাগের ৭২ বছর পর নাগরিকত্ব পেলেন জম্মু-কাশ্মিরের হিন্দু শরণার্থীরা। শনিবার, বৈধ নাগরিকত্বের স্বীকৃতি দেয়া হয় অনেককে; প্রকৃত সংখ্যা অজানা।

গণমাধ্যম জানিয়েছে, বিশেষ মর্যাদা বাতিলের ফলে ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছে ২১ হাজারের বেশি পরিবার।

দেশভাগের পর পাকিস্তানের পশ্চিম সীমান্ত হয়ে ভারতে আশ্রয় নেন তাদের পূর্বসূরীরা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেসময় আট হাজার পরিবারের কমপক্ষে ৫০ হাজার মানুষ স্থায়ী হন জম্মু-কাশ্মিরে; যে সংখ্যা দিনে দিনে বেড়ে এখন দেড় লাখে দাঁড়িয়েছে।

এখন থেকে শিক্ষা, কর্মসংস্থানসহ ভারতীয় নাগরিকদের জন্য বরাদ্দ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধাই পাবেন তারা।

উপমহাদেশ ত্যাগের আগে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের নির্দেশে, ১৯৪৭ সালে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয়ে ভিটেমাটি ছাড়েন দেড় কোটি মুসলিম, হিন্দু আর শিখ।

Exit mobile version