Site icon Jamuna Television

স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরের সেজিয়া গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী আব্দুল কুদ্দুস(৫৫) গতকাল দিবাগত রাতে নিজ বাড়ীতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমিয়ে থাকা স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে এলাকাবাসী ঘটনাস্থলে আসলে কুদ্দুস দৌড়ে পালিয়ে যায়।

ভৈরব পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আকবর আলী জানান, আমরা পলাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি। ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Exit mobile version