Site icon Jamuna Television

বাসায় প্রেমিকের মরদেহ, প্রেমিকা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে প্রেমিকার বাসা থেকে এক প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে দশটায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলেও রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

শনিবার পাগাড় সালামের আটা কল নাজিমুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মারুফ চাঁদপুর জেলার পুরান বাজার গ্রামের হারুন অর-রশিদের ছেলে।

নিহত প্রেমিকের নাম মোজাম্মেল হোসেন মারুফ (৩৯)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রেমিকা রত্মা আক্তার(৩৪)কে আটক করেছে।

তবে মৃতের পরিবারের অভিযোগ, হত্যা করা হয়েছে তাকে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকার দাবি, মারুফের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, প্রেমিকার বাসা থেকে মারুফের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ফেইসবুকে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো।

চাঁদপুর জেলার নিজ বাড়ি থেকে মারুফ গত বৃহস্পতিবার সকালে প্রেমিকার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। প্রেমিকা জানিয়েছে, সে প্রস্তাবে রাজি না হাওয়ায় তাদের মধ্যে ঝগড়াও হয়। এরপর রত্না তার বাসা থেকে চলে যায়। পরদিন ঘরে ফিরে বিছানায় মারুফের লাশ দেখতে পেয়ে বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা চালায়। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

Exit mobile version