Site icon Jamuna Television

ডেঙ্গু জ্বরে পরিবহন শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার ৫নং ওয়ার্ড গনিপুর গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজিম গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ীর রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা নোয়াখালী রুটের হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নাজিমের চাচা সহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, বেশ কয়েকদিন যাবত গায়ে জ্বর নিয়ে নাজিম ঈদে হিমাচল পরিবহনে কাজ করে। গতকাল ছুটিতে বাড়িতে এসে গায়ে প্রচন্ড জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত স্থানীয় রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পরিক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারী ইউনিভার্সাল হাসপাতালে রাত ১১ টার দিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। রাত ৪.৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

রবিবার সকালে গ্রামের বাড়িতে নিয়ে এসে বিকলে পারবিারিক কবরস্থানে দাফন করা হয়।

Exit mobile version