Site icon Jamuna Television

কপোতাক্ষ এক্সপ্রেস লাইনচ্যুত, সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার কাওসার হোসেন জানান, রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুর স্টেশনের ইউপি গেটে পৌঁছালে ট্রেনের ৮ নম্বর বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকাসহ সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনো কোনো উদ্ধার কাজ শুরু হয়নি।

Exit mobile version