Site icon Jamuna Television

খালি মাথায় বাইক চালায় বর, বিয়েতে হেলমেট উপহার পুলিশের

বেশ কয়েকবার হেলমেট ছাড়া বাইক চালিয়ে জরিমানা দিয়েছেন পাত্র। তাই বিয়েতে হেলমেড উপহার দিলেন পুলিশ। এমনকী পুলিশের অনুরোধ মেনে নিজের বিয়ে কার্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্লোগানও ছাপিয়েছেন বর। এঘটনা ভারতের বীরভূমের সিউড়ি শহরের।

জানা যায়,বীরভূমের সিউড়ি শহরের সৌম্যশংকর রায় হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে বেশ কয়েকবার জরিমানার মুখে পড়ে। তাই শাস্তি হিসেবে বিয়ের কার্ডে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এর প্রচার করার প্রস্তাব দেওয়া পুলিশ। বরও মেনে নেয় এই অনুরোধ।

এদিকে গত শনিবার ছিলো সৌম্যশংকর রায়ের বউভাতের অনুষ্ঠান। আর বিয়েবাড়ি তো আর খালি হাতে যাওয়া যায় না, তাই নবদম্পতিকে দুটি হেলমেট উপহার দিয়ে শুভকামনা জানিয়েছেন পুলিশ সদস্যরা।

Exit mobile version