Site icon Jamuna Television

৮ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত ৪টা থেকে ট্রেন চলাচল স্বভাবিক হয়।

কোটচাঁদপুরে রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেন চলাচল স্বভাবিক করে।

উল্লেখ্য কপোতাক্ষ ট্রেনটি রাজশাহী থেকে খুলনা যাচ্ছিল। গতকাল সাতটার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি দিয়ে চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ৯ টার দিকে দর্শনা থেকে একটি লাইটার ট্রেন ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। এরপর রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে।

Exit mobile version