Site icon Jamuna Television

ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭ জন রোগীর মৃত্যু হলো।

মৃত্যু ওই রোগীর নাম দেলোয়ার হোসেন (৪৫)। তার বাবার নাম শেখ শফিউদ্দিন। বাড়ি সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে। দেলোয়ার শহরের পূর্ব খাবাসপুর এলাকায় বসবাস করতো এবং পূর্ব খাবাসপুর জামে মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিল।

স্বজনরা জানান, গত শুক্রবার থেকে দেলোয়ার ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। গতরাতে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, গুরুতর আহত অবস্থায় গতকাল রাত ১২ টার দিকে হাসপাতালে ভর্তি হয় দেলোয়ার। তার অবস্থার কোন উন্নতি হয়নি। ভোরে অবস্থার আরও অবনতি হওয়ার এক পর্যায়ে বেলা ১০ টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৮ জন নতুন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে।

Exit mobile version