Site icon Jamuna Television

৩ জেলায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর, খুলনা ও ময়মনসিংহে তিনজনের মৃত্যু হয়েছে।
সকালে ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একটি মসজিদের খাদেম দেলোয়ার হোসেন। তার বাড়ি সদর উপজেলার নর্থ চ্যানেল এলাকায়। চিকিৎসকরা জানান, রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন দেলোয়ার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে মারা গেছেন আনোয়ার মিয়া নামে একজন। তার বাড়ি নেত্রকোণার কেন্দুয়ায়। চিকিৎসকরা জানান, গেল রোববার হাসপাতালে ভর্তি হন আনোয়ার।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি রূপসা উপজেলার হাজার খাজাডাঙ্গা গ্রামে। গেল ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬১৫ জন।

Exit mobile version