Site icon Jamuna Television

চলন্ত ট্রেনের সামনে টিকটক বানাতে গিয়ে কিশোরের মৃত্যু

সালমন খানের ‘কিক’ সিনেমার মতো চলন্ত ট্রেনের সামনে টিকটক ভিডিও বানাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাথে থাকা এক বন্ধুও। এই ঘটনা ঘটেছে ভারতের পুরুলিয়ায়।

সংবাদ মাধ্যেমে জানা যায়, পুরুলিয়ার চুনাভাট্টির বাসিন্দা মহম্মদ নূর আনসারি। ভিডিও করার নেশায় রবিবার সন্ধ্যায় হাজির হয় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কাটিন রেল গেট চত্বরে। সেখানে ভিডিও বানানোর সময় ট্রেন পিছন থেকে ধাক্কা দেয় নূরকে। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নূরকে মৃত বলে ঘোষণা করে।

Exit mobile version