Site icon Jamuna Television

কুষ্টিয়ায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন

মাহাতাব উদ্দিন লালন, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জিয়ারুল ইসলাম। সে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ১২ মাইল এলাকার ইয়াকুব মন্ডলের ছেলে। এই মামলায় অপর দুই আসামিকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকার মৃত আকবর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও ফারাকপুর হঠাৎপাড়া এলাকার মজিবর শেখের ছেলে বাবুল শেখ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি আভিযানিক দল কুষ্টিয়ার ভেড়ামার উপজেলার দশমাইল এলাকা থেকে সাড়ে ৫ কেজি গাঁজা ও ৬০০ গ্রাম হেরোইনসহ আটক করে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় ভেড়ামারা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

Exit mobile version