ঈদে অতিরিক্ত ট্রিপ নেওয়ার জন্য বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়কে এতো প্রাণহানি ঘটেছে। এব্যাপারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে, মিরপুরের আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময়, যতদিন ক্ষতিগ্রস্তরা ত্রাণ চাইবে সরকার ততদিন তাদের পাশে থাকবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে স্থানীয় সংসদ সদস্য কাজ করবেন। ঘরবাড়ি পুনর্নির্মাণ করা পর্যন্ত সরকার পাশে থাকবে।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বস্তিবাসীদের কাছে সরকারের বিষোদগার করেছেন, কিছুই দেন নি।

