Site icon Jamuna Television

আজও কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কর্মস্থলমুখো যাত্রীদের ভিড়

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
ঈদের ছুটি শেষে সোমবারও কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকাসহ কর্মস্থলমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। লঞ্চ ও স্পিডবোটের সাথে ফেরিতেও যাত্রীদের ভিড় রয়েছে। লঞ্চে ভিড় সবচেয়ে বেশি।

তবে ঈদের বিশেষ আইন শৃঙ্খলা ব্যবস্থা তুলে নেয়ায় লঞ্চ ঘাটে শুধু বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিসকে দেখা দেখা গেছে। অন্যদিনের মতো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেই। ট্রাক পারাপার শুরু হওয়ায় কাঠালবাড়ি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে।

ঘাটের একাধিক সূত্রে জানা যায়, সোমবার বেলা বাড়ার সাথে সাথে শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চেই, যাত্রী চাপ রয়েছে। তবে ঘাট পর্যন্ত আসতে যাত্রীদের গুনতে হচ্ছে দেড় থেকে দ্বিগুণ ভাড়া।

Exit mobile version