Site icon Jamuna Television

নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি স্থগিত

মালয়েশিয়ায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলার শুনানি স্থগিত করেছেন আদালত। এক সপ্তাহ পেছানো হয়েছে পরবর্তী শুনানির তারিখ।

সোমবার শুনানির জন্য কুয়ালালামপুরের উচ্চ আদালতে হাজির হয়েছিলেন নাজিব। ওয়ান এমডিবি প্রকল্পের নামে প্রায় শত-কোটি ডলার আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ ৪২টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে সবচেয়ে বড় পাঁচটি মামলার শুনানি হওয়ার কথা ছিল আজ। যা পিছিয়ে নেয়া হয়েছে ২৬ আগস্ট।

নাজিব রাজাকের বিরুদ্ধে আরেকটি বিচারাধীন আরেকটি মামলা শেষ হলে, শুরু হবে পরবর্তী মামলাগুলোর শুনানি। বিচারে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার।

Exit mobile version