Site icon Jamuna Television

ভারতের সাথে অমীমাংসিত সব বিষয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন- ফাইল ছবি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাতে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এসময় তাকে স্বাগত জানাতে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, তিস্তা চুক্তিসহ অমীমাংসিত সব বিষয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা করবেন।

জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক সবসময় ভালো। এই সফরে নানান বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসয় দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সফর শেষে ২১ আগস্ট সকালে ঢাকা ছাড়বেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Exit mobile version